ব্র্যাক ব্যাংক ময়মনসিংহ শাখার শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নগরীর নতুন বাজারে উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে ময়মনসিংহ শাখার শুভ উদ্বোধন করেন ব্রাক ব্যাংকের ডিএমডি ও হেড অব এসএমই সৈয়দ আব্দুল মোমেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ক্ষুদ্র ব্যবসা প্রধান (দক্ষিণ) নজরুল ইসলাম, সিনিয়র জোনাল হেড, উত্তর জোন, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এ কে এম তারেক,সিনিয়র জোনাল হেড, সাউথ জোন, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তাহের হাসান আল মামুন,আঞ্চলিক প্রধান, বিতরণ নেটওয়ার্ক মো: তুনভীর রহমান, ময়মনসিংহ শাখার ক্লাস্টার ব্যবস্থাপক মো: মো: শাহিদুজ্জামানসহ প্রমুখ। উল্লেখ্য, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যাংকিং-সুবিধা প্রদানের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক লিমিটেড- এর যাত্রা শুরু। মূল প্রতিষ্ঠান বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থা ব্র্যাক থেকে অনুপ্রেরণা নিয়ে, ব্র্যাক ব্যাংক বিশেষ করে ছোট ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) আনুষ্ঠানিক ব্যাংকিং-সেবার আওতায় আনার উদ্দেশ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রমের সূচনা করে।
Leave a Reply