ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের আয়োজনে
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া বিরাসার ব্রাক কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রিজনাল সেলস্ ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোঃ বজলুর রসিদ (ডিপুটি ম্যানেজার মানবসম্পদ), আবুল কালাম আজাদ (উপজেলা একাউন্ট ম্যানেজার), ডাঃ অঞ্জনা বর্মন (ভেটেরিনারি সার্জন) ও মোছাম্মদ সীমা আক্তার (এরিয়া সেলস্ ম্যানেজার) প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের গবাদিপশু উন্নয়নের সকল কোম্পানির মধ্যে একমাত্র ব্রাকই ফ্যামিলির সহযোগিতা করে থাকেন।
আরও বলেন, ব্রাক সবসময় মানুষের সেবা নিয়ে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নে একমাত্র ব্রাকই বিভিন্ন বীমা নিয়ে মানুষের উন্নয়নমূলক কাজ করছে বলে জানান।
Leave a Reply