ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক মামলার আসামী ছিনিয়ে নেয়ার সময় পুলিশের গুলিতে একজন নিহত এবং ১০ পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুলাই) ভোর রাতে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম আইয়ুব নূর(৫৫)। বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ জানান, আইয়ুব নূরের ছেলে আরিফ মিয়াকে একটি মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা বলে পুলিশ গ্রেফতার করে। এরপরই তাকে ছিনিয়ে নিতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় আরিফের লোকজন। এতে পুলিশের ১০ সদস্য আহত হয়। এসময় পুলিশ ৮ রাউন্ড গুলি ছুড়লে আরিফের পিতা আইয়ুব নূরসহ আরো কয়েকজন আহত হন। আইয়ুব নূরকে ঢাকাঢ নেয়া পথে তার মৃত্যু হয়। আহত পুলিশ সদস্যসহ অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ জানায়- আরিফের বিরুদ্ধে মাদক মামলাসহ ৫ টি মামলা রয়েছে। এই ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।
Leave a Reply