1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ডাকাত অস্ত্রসহ গ্রেফতার - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ ডাকাত অস্ত্রসহ গ্রেফতার

মোঃ আল মামুন, জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
Oplus_16908288
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৫ অস্ত্রসহ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন আবুল হোসেন (২৫), মো. সোহান (২৫), আদিল (১৯), মো. রাসেল (৩৭) ও ফারুক মুন্সী (৩৪)। এরমধ্যে আবুল হোসেন ও সোহান ডাকাতির মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর রাত ২টা ২০ মিনিটে বাঞ্ছারামপুর পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের কান্দাপাড়া এলাকায় মনোয়ারা বেগমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালায়। ডাকাতরা বাড়িতে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নগদ অর্থ, স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টর্চলাইটসহ প্রায় ৫ লাখ ১০ হাজার টাকার মালামাল লুট করে নেয়। ঘটনার পর মনোয়ারা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে এজাহারভুক্ত দুই আসামিকে এবং পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। অভিযানের সময় পুলিশ তাদের কাছ থেকে পাঁচটি লোহার ধারালো কিরিচ, একটি স্টিলের ধারালো চাপাতি, একটি লোহার ধারালো চাপাতি ও একটি ধারালো ধারালো ছোরা উদ্ধার করে। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান জামিল খান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ডাকাত দলের অন্যান্য সদস্যদেরও শনাক্তের চেষ্টা চলছে।
 কিরিচ, একটি স্টিলের ধারালো চাপাতি, একটি লোহার ধারালো চাপাতি ও একটি ধারালো ধারালো ছোরা উদ্ধার করে। বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান জামিল খান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ডাকাত দলের অন্যান্য সদস্যদেরও শনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com