প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও জনপদ অধিদপ্তর কর্তৃক নির্মিত দুটি সেতুর উদ্বোধন করেছেন ।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৯৷ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োাজন করা হয় । অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম , ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজ রহমান ওলিও ,সড়ক জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মীর নিজামুদ্দিন ,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ,সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, উপস্থিত ছিলেন।সডক ও জনপথ অধিদপ্তরের নির্মিত সেতু দুটি হচ্ছে নবীনগর উপজেলার তিতাস নদীর উপর ৫৯৮ মিটার দীর্ঘ তিতাস সেতু ও নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের কড়–ইবাড়ি সেতু। সেতু দুটি নির্মাণে ব্যয় হয়েছে ৭৭ কোটি টাকা।
Leave a Reply