দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ মো. ইউসুফ (২৮) নামে এক জনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার পুলিশ।
বুধবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের কালাইশ্রীপাড়া নিজ ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ইউসুফ মৃত শহীদ মিয়ার ছেলে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কালাইশ্রীপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ইউসুফের নিজ বাসা তল্লাশি করে দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় ইউসুফকে আটক করা হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে এবং আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply