1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান ও মানববন্ধন - দৈনিক আমার সময়

ব্রাহ্মণবাড়িয়ায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান ও মানববন্ধন

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
Oplus_16908288

ব্রাহ্মণবাড়িয়ায় পাইপলাইনের মাধ্যমে বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করেছে বিক্ষুব্ধ জনতা। রোববার (১১ জানুয়ারী) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শহরের কাউতলি মোড় এলাকায় ‘সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন। অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এ. বি. এম. মুছা, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাফিজ উল্লাহ, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার মুখপাত্র আরিফ বিল্লাহ, মো. সাবের হোসেন ও তরী বাংলাদেশের সদস্য সোহেল রানা ভূঁইয়াসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, নিয়মিত বিল পরিশোধ করেও বৈধ গ্রাহকরা পাইপলাইনের মাধ্যমে নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না। দিনের বেশিরভাগ সময় গ্যাস না থাকায় রান্না করতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও শীত মৌসুম শুরুর পর থেকে সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।
তারা আরও বলেন, দেশের সবচেয়ে বড় তিতাস গ্যাস ফিল্ড ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত হলেও এখানকার মানুষই গ্যাস সংকটে ভুগছেন। এখানকার গ্যাস দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হলেও স্থানীয় জনগণ ন্যায্য সেবা থেকে বঞ্চিত।
দ্রুত সমস্যা সমাধান না হলে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কার্যালয় ঘেরাও, সড়ক ও রেলপথ অবরোধসহ কঠোর আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন দে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। তাঁদের আশ্বাসের পর আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করে নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com