ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পাইকপাড়ায় নগদ ১লাখ ৭৫ হাজার টাকা ও ৪ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে চুরির ঘটনায় সদর মডেল থানায় অজ্ঞাতনামা ৪ জনের নামে একটি অভিযোগপত্র দাখিল করেছেন তাবাসসুম আনছারি নামে এক মহিলা।
গত বৃহস্পতিবার পূর্ব পাইকপাড়ার মাতৃছায়া ভাড়াটিয়া বাসার ৩য় ও ৪র্থ তলায় এ চুরির ঘটনা ঘটে।
জানা যায়, তাবাসসুম আনছারি ও জুনাকি বেগম পূর্ব পাইকপাড়ার মাতৃছায়া ভাড়াটিয়া বাসার ৩য় ও ৪র্থ তলায় পরিবার ও পরিজন নিয়ে বসবাস করেন। এদিন সকালে একজন পাকশিমুল অন্যজন পাইকপাড়া পানিত ট্যাংকির শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। এ সুযোগে ৪ চোর সদস্যের দল প্রথমে ৩য়তলায় নগদ ২৫ হাজার টাকা ও আনুমানিক ৫৫ হাজার টাকার স্বর্ণালংকার চুরি করেন। পরে ৪র্থতলায় নগদ দেড় লাখ টাকা ও ২২ হাজার টাকার স্বর্ণালংকার চুরি করেন।
এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন জানান, পাইকপাড়ায় একটি চুরির ঘটনায় মামলা হয়েছে। সিসি ফুটেজ সংগ্রহ করেছি। চুরদের সনাক্ত করার জন্য তদন্ত চলছে।
Leave a Reply