ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে রোগীদের জন্য ডিজিটাল এক্স-রে ডিআরএপিডি চালু করা হয়েছে। রোববার (১০ সেপ্টেম্বর) সকালে হসপাতালের তৃতীয় তলায় স্থাপন করা এক্স-রে মেশিনটির কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ওয়াহিদুজ্জামান। হাসপাতালের বৈকালীন স্বাস্থ্যসেবা প্রদানকালেও এক্স-রে মেশিনটির সেবা নিতে পারবেন রোগীরা।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ওয়াহিদুজ্জামান জানান, ডিজিটাল এক্স-রে ডিআরএপিডি মেশিনটি সর্বাধুনিক প্রযুক্তির। আগের মেশিনগুলো দিয়ে যেভাবে ফিল্ম ঢুকিয়ে এক্স-রে করতে হতো, নতুন এই মেশিনটিতে সেটি করতে হবে না। এই মেশিনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এক্স-রে ফিল্ম বের হবে। এর মাধ্যমে এক্স-রে করার সক্ষমতা আরও বাড়বে বলে জানান তিনি।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. মো. ফাইজুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply