সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দুলমাদজিদ তেব্বুন।
সোমবার (১২ জানুয়ারি) ঢাকায় আলজেরীয় দূতাবাস জানায়, খালেদা জিয়ার প্রয়াণে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে শোকবার্তা পাঠিয়েছেন আব্দুলমাদজিদ তেব্বুন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় বেগম খালেদা জিয়ার তাৎপর্যপূর্ণ অবদান এবং জনগণের কল্যাণে তার অবিচল অঙ্গীকারের কথা স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট।
এতে আরও বলা হয়, তার নেতৃত্ব ও ত্যাগ শ্রদ্ধা ও অনুরাগের সঙ্গে স্মরণ করা হবে। প্রধানমন্ত্রী থাকাকালে আলজেরিয়া ও বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন আলজেরিয়ার প্রেসিডেন্ট।”
উল্লেখ্য, আপসহীন নেত্রী খ্যাত বেগম খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন ৩১ ডিসেম্বর পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর জিয়া উদ্যানে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।”
Leave a Reply