সামাজিক স্বেচ্ছাসেবী সেবামূলক অরাজনৈতিক সামাজিক সংগঠন বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে বাল্য বিবাহ,নারী ও শিশু নির্যাতন, যৌতুক, মাদকাসক্তি ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা মূলক উঠান বৈঠকের আলোচনা শেষে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
২৯ জানুয়ারী বুধবার বেলা ১২ টায় নারায়ণগঞ্জ শহরের খাঁনপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি বুবলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার আঞ্জুমান আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের ডে-কেয়ার অফিসার ছাবিকুন নাহার, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ এর সম্প্রসারন কর্মকর্তা নিতাই চন্দ্র গাইন, সৌরভ রোপ ইন্ডাষ্ট্রি এর চেয়ারম্যান নারী উদ্দোক্তা মুনমুন আসকারী, সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক মোঃ আসলাম মিয়া,স্বর্ণ পদকপ্রাপ্ত আবৃত্তি শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তি সবুজ রায় ও নারী উদ্যোক্তা সাদিয়া আফরিন তমা।
প্রধান অতিথি আলোচনা কালে উপস্থিত সকলের উদ্দেশ্যে বাল্য বিবাহ,নারী ও শিশু নির্যাতন, যৌতুক, মাদকাসক্তি ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
উঠান বৈঠক আলোচনা শেষে অতিথিরা উপস্থিত অসহায় নারীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
এ সময় সংগঠনের সদস্যদের মধ্যে অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply