নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বর্ষিয়ান রাজনীতিবীদ প্রবীন আইনজীবী বীর মুক্তিযোদ্ধা সাজেদুর রহমান খানঁ ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সকাল ৯:৩০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দির্ঘদিন ধরে কিডনী সহ বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।সকল রাজনৈকিত দল,বিশিষ্টজন ও পেশাজীবি সংগঠন তাঁর মৃত্যুতে শোক জ্ঞাপন সহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।আজ রোববার বাদ আছর কেন্দ্রিয় জামে মসজিদ চত্বরে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বল জানিয়েছেন তার পরিবারের সদস্যরা,এছাড়াও তার মৃত্যুতে বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি পি কে এম আব্দুল বারী এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেইন লাইফ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a Reply