1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বীরগঞ্জে সরস্বতী পূজায় নেই  তেমন উৎসবের আমেজ  - দৈনিক আমার সময়

বীরগঞ্জে সরস্বতী পূজায় নেই  তেমন উৎসবের আমেজ 

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:  
    প্রকাশিত : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

সোমবার (৩ই ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা। দেবী সরস্বতী বিদ্যাদেবী নামে বেশি সমাদৃত।

 

এটি মূলত ছাত্র-ছাত্রীদের উৎসব। এ উৎসবটি বাণী অর্চনা নামে পরিচিত ।

 

শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয় । এই তিথিটি শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।

 

শ্রীপঞ্চমীর দিন খুব ভোরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সনাতন ধর্মালম্বীদের বাসা-বাড়িতে, হিন্দু পাড়া-মহল্লা, সার্বজনীন পূজামন্ডপ ও মন্দির প্রাঙ্গণে সরস্বতী পূজার আয়োজন করা হয়।

 

‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমহস্তুতে’ এই মন্ত্র উচ্চারণ করে শিক্ষার্থীরা জ্ঞান ও বিদ্যা অর্জনের জন্য সরস্বতী দেবীর আরাধনা করে। বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে শেষ মুহূর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মৃৎ শিল্পীরা। পূজা উপলক্ষ্যে ব্যস্ত ও জমজমাট হয়ে উঠেছে সুজালপুর ইউনিয়নে কুমোরপাড়া। দিন-রাত এক করে চলছে প্রতিমা রং করা ও ফিনিশিংয়ের কাজ। তারা কাঁদামাটি, বাঁশ ও খড় দিয়ে সরস্বতী প্রতিমার কাঠামো ও মাটির কাজ শেষ হয়েছে। এখন কারিগররা সরস্বতী প্রতিমার রূপ ফুটিয়ে তুলতে রং-তুলির আঁচড় দিতে ব্যস্ত। মূর্তি কেনা নিয়ে চলছে বিক্রেতা ও ক্রেতার মধ্যে দরকষাকষি চলছে।

 

 কারিগরিরা বলছেন প্রতিমা পূজা শুরু হওয়ার আগ পর্যন্ত বিক্রয় হবে। তবে গত কয়েক বছরের চেয়ে এবছর সরস্বতী পূজার আয়োজন কমে যাওয়ায় প্রতিমা কেনার চাহিদার সংখ্যা কিছুটা কমেছে বলে এই  জানিয়েছেন মৃৎ শিল্পীরা।

 

বিশুদ্ধ পঞ্জিকামতে,পঞ্চমী তিথি শেষ হবে ইংরেজি ৩ ফেব্রুয়ারি ২০২৫-এ সকাল ৬ টা ৫৩ মিনিটে। মাহেন্দ্রযোগ বেলা ১২টা ৫৬ মিনিট ৬ সেকেন্ড থেকে ১টা ৪০ মিনিট ১ সেকেন্ড। উক্ত তিথির মধ্যেই পূজা ও পূষ্পাঞ্জলি অনুষ্ঠান শেষ করতে হবে। বিভিন্ন পূজা মন্ডপ ছাড়াও প্রতিবারের মত এবারও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।

 

 সুজালপুর ইউনিয়নের কুমোরপাড়া গ্রামের মৃৎ শিল্পী সাগর পাল জানান, গতবছরের তুলনায় এবছর প্রতিমা বিক্রি খুবই  কম। ৪০ থেকে ৫০ টি প্রতিমার মধ্যে ৩০টি বিক্রি করতে পেরেছি। আকার ভেদে প্রতিটি সরস্বতী প্রতিমা ৫০০ থেকে ১২০০ টাকা বিক্রি করছি। তিনি আরও বলেন,এবছর বড় প্রতিমার চেয়ে ছোট প্রতিমা চাহিদা ভালো ছিল। একই কথা বলেছেন বাঁকালির দোকানীরাও।

 

দৈনিক বাজারের প্রতিমাসহ পূজার সরঞ্জাম বিক্রেতা  বৌদ্ধ সাহা জানান, রাত পোহাইলে সরস্বতী পূজা কিন্তু তুলনামূলক ভাবে প্রতিমা বেচা বিক্রি কম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com