দিনাজপুরের বীরগঞ্জে গেইন কর্তৃক ইউনিয়ন বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০ টায় শালবন মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে কর্ম-পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে এলাহী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজ সুলতানা লুনা, গেইন এর প্রোজেক্ট অ্যাসিস্ট্যান্ট সামিহা ইসরাত সিলভিয়া, উপজেলা প্রকৌশলী জিবরীল আহাম্মদ, গেইন পুষ্টি বিশেষজ্ঞ নীহার কুমার প্রামাণিক, ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন, চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, চেয়ারম্যান নুরুল ইসলাম মাস্টার, উপ সহকারি কৃষি অফিসার আজগর আলী বক্তব্য রাখেন।
সভায় ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, উপ সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুষ্টি কমিটির ইউপি সদস্যবৃন্দ, স্বাস্থ্য সহকারিবৃন্দ, ঈমাম, পুরোহিত, নারী উদ্যোক্তা, সমবায়ী সদস্য, বাজার কমিটির সভাপতি বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply