1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বীরগঞ্জে ক্ষুদ্র -নৃগোষ্ঠী শিশুরা পেল বর্ণমালা বই - দৈনিক আমার সময়

বীরগঞ্জে ক্ষুদ্র -নৃগোষ্ঠী শিশুরা পেল বর্ণমালা বই

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
oplus_0

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামে এক অনন্য আনন্দঘন মুহূর্তের সৃষ্টি হয়। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে ভিলেজ স্যোসাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (ভিএসডিএ) এর সহযোগীতায় ও বীরগঞ্জ ইয়ুথ লিড কমিটি-২৫ এর আয়োজনে রাঙ্গামাটি গ্রামের ২৫ জন ক্ষুদ্র-নৃগোষ্ঠী শিশুর হাতে তুলে দেওয়া হয় নতুন বর্ণমালা বই।
সূর্যের কোমল আলোয় সাজানো গ্রামের উঠোনজুড়ে সেদিন ছিল শিশুদের হাসি-আনন্দে মুখর এক সকাল। কেউ বইয়ের মলাটে নিজের নাম লিখছে, কেউবা পৃষ্ঠা উল্টিয়ে উচ্ছ্সভরে বলছে “এটা আমার বই!” নতুন অক্ষরের গন্ধে ভরে উঠেছিল রাঙ্গামাটি গ্রামের বাতাস।
বর্ণমালা বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিএসডিএ-এর সভাপতি প্রদীপ রায়, সহ-সভাপতি সাইফুল্লাহ সাঈফ, সাধারণ সম্পাদক শাররিয়ার হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোছাঃ সুখি আক্তার, সদস্য তামিম ইসলাম, মোঃ সাজ্জাদ হোসেন, স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবুল কালাম আজাদ। বই বিতরণের পাশাপাশি অনুষ্ঠিত হয় অভিভাবক সচেতনতা বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা সভা, যেখানে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।
সভাপতি প্রদীপ রায় বলেন, “এই শিশুদের চোখে আমরা আগামী দিনের স্বপ্ন দেখি। তারা যেন অক্ষরের আলোর পথে এগিয়ে যায় এটাই আমাদের লক্ষে। আজ তাদের হাতে বই তুলে দিতে পেরে আমরা যেন ভবিষ্যতের বীজ বপন করলাম।”
শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। ছোট্ট মিথিলা মার্ডি, বয়স মাত্র সাত, উচ্ছ্বসভরে বলল “আমি এখন অ, আ, ক, খ শিখব! বড় হয়ে আমি শিক্ষিকা হতে চাই, সবাইকে পড়াতে চাই।”
অভিভাবক মিনা হেমব্রম বললেন, “আমরা আগে বুঝতাম না শিক্ষার মূল্য কত বড়। এখন বুঝি—বই-খাতা মানেই আলোর দিশা। মেয়েকে বই হাতে দেখে মনে হচ্ছে আমার স্বপ্ন সত্যি হচ্ছে।”
দিনের শেষে গ্রামের উঠোনে রঙিন কাপড়ে মোড়ানো বইয়ের গন্ধ আর শিশুদের হাসি যেন মিলেমিশে এক হয়ে যায়। রাঙ্গামাটি গ্রামের আকাশে ভেসে বেড়ায় নতুন স্বপ্ন অক্ষরের পথে হেঁটে আলোকিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলার অঙ্গীকার। এই ক্ষুদ্র আয়োজনটি যেন প্রমাণ করল একটি বর্ণমালা বইও পারে শত স্বপ্নের জানালা খুলে দিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com