ফারুক আহমদ বিশ্বনাথ প্রতিনিধি:সিলেটের বিশ্বনাথ উপজেলায় যাত্
গ্রামের মো: আবদুস সোবহানের ছে
বুধবার ১৩ জানুয়ারী দুপুরে বিশ্
সড়কের নরসিংপুর নামক স্থানে এ দু
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দৌ
দশপাইকা গ্রামের ছমকআলীর ছেলে ক
দুজনকেই সিলেট এমএজি ওসমানী মে
হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়
থেকে ছেড়ে আসা নম্বরবিহীন সি
নরশিংপুর নামক স্থানে এসেসামনে
সিএনজিকে অভারট্যাক করতে গিয়ে বি
ফলে ঘটনাস্থলেই নিহত হন সাইদুল
এবং গুরুতর আহত হন মতিন ও কবির।
খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘ
সাইদুলের লাশ উদ্ধার করে ময়না ত
হয়, এবং উভয় গাড়ী জব্দ করে থা
গুরুতর আহত অবস্হায় মতিন ও কবি
ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতা
তাদের অবস্থা খুবইআশংকাজনক।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বি
কর্মকর্তা (ওসি) শামীম মুসা বলে
হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়ে
বাস ও অটোরিক্সা (সিএনজি) জব্দ
ঘটনার সাথে সাথে বাসের চালক-হে