বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, বিএনপি শ্রমজীবী ,কর্মজীবী,পেশাজীবী নির্বিশেষে সকল মানুষের কর্মের নিরাপদ ও স্বাস্থকর পরিবেশ এবং সকল জীবিকার নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে বদ্ধ পরিকর । বিএনপি জনগণের ভোটে সরকার পরিচালনার সুযোগ পেলে উৎপাদন খরচের সাথে সঙ্গতি রেখে সকল পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটের মনিকুড়ায় স্থানীয় একটি মৎস্য খামারে
হালুয়াঘাট উপজেলা মৎসজীবী দলের নব গঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন । মৎস্য খামারে পুকুর পাড়ে মনোরম পরিবেশে মৎস্যজীবী দলের নব গঠিত কমিটির পরিচিতি সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জেলে ও মৎস্য খামারীরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপির সরকার প্রতিষ্ঠা হলে ,প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও মৎস্য বীমাসহ শস্য বীমা, পশু বীমা, এবং পোল্ট্রি বীমা চালু করা হবে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং গবেষণার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কর্ম-কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। হালুয়াঘাটে স্থাপিত দুইটি স্থল বন্দর দিয়ে মৎস্য রফতানী এবং হালুয়াঘাটে শিল্প ,কল,কারখানা স্থাপনের মাধমে বেকারত্ব নিরসনের উদ্যোগ নেয়া হবে ।মৎস্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি মৎস্য চাষের বিষয়ে সহজ শর্তে নামমাত্র সুদে মৎস্য ঋণের ব্যাবস্থা করা হবে। একই সাথে সঠিক নীতিমালার মাধ্যমে জাল যার জলা তার নীতি বাস্তবায়নে প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত করা হবে। তিনি মৎস্যজীবী দলের সংগঠন শক্তিশালী করতে উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান ।
মৎস্যজীবী দলের হালুয়াঘাট উপজেলা শাখার নব নিযুক্ত আহ্বায়ক শেখ সাদির এর সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন চঞ্চল এর সঞ্চালনায় স্থানীয় একটি মৎস্য খামারে অনুষ্ঠিত পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি হযরত আহমেদ সাকিব,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন , জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আরফান আলী ,,বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী , আলী আশরাফ, বীরমুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, বিএনপি নেতা আবদুল হাই , কাজী ফরিদ আহমেদ পলাশ, রফিকুল ইসলাম , অধ্যক্ষ আশরাফুল ইসলাম , জেলা মৎস্যজীবী দলের সহ সভাপতি মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন ।
এছাড়াও ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু,জেলা যুবদলের সহ সভাপতি তারিকুল ইসলাম চঞ্চল ,জেলা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, ,জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম শাহিন, মোহায়মেনুল ইসলাম রবিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক নূরে আলম জনি ,,সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর ,উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন ,সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
Leave a Reply