বিএনপির নেতা সাবেক এমপি খায়রুল কবীর খোকনকে গ্রেফতারের পর অদ্য ২৬ অক্টোবর ২৩ ইং বৃহস্পতিবার বিকাল ৪ টায় কড়া পুলিশ পাহারায় নরসিংদীর বিজ্ঞ আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত সাবেক এমপি খাইরুল কবির খোকনকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে খায়রুল কবির খোকনকে পুলিশ কোন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে চালান করেছেন এ তথ্য জানা যায়নি। উল্লেখ্য যে,ডাকসুর সাবেক জিএস ও বিএনপির যুগ্ম-মহাসচিব ও সাবেক এমপি এবং নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেস্টুরেন্টের বিল্ডিংয়ে তার ভাইয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা সালাউদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি’র এই নেতাকে নরসিংদীর পুলিশ কোন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার তথ্য জানা যায়নি। দলীয় আইনজীবী নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি ও নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড আব্দুল বাসেত ভূঁইয়া সাংবাদিকদের জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মিথ্যা মামলায় ওনাকে গ্রেফতার দেখাতে পারে। আইনি লড়াইয়ের মাধ্যমে এ সমস্ত মিথ্যা মামলা থেকে খোকন খালাস বা অব্যাহতি পাবে।
Leave a Reply