জাতিসংঘের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা বাস্তবায়নে গঠিত ময়মনসিংহ সদর উপজেলা স্টিয়ারিং কমিটির ৯ম সভাটি (১৩ মে) বুধবার বিকাল ৩টায় উপ পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর ময়মনসিংহ এর হল রুমে অনুষ্ঠিত হয়েছে। মহিলা বিষয়ক প্রোগ্রাম অফিসার নাছিমা খাতুনের সভাপতিত্বে ও বিএনপিএস বারহাট্টা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর ময়মনসিংহ এর উপ-পরিচালক নাজনীন সুলতানা। স্টিয়ারিং কমিটির সদস্যদের মাঝে সভায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা সমাজসেবা অফিসার মাকসুদা খাতুন, ডাঃ তাজরিন শামস্ খান, নারী নেত্রী সুবর্না পলি দ্রং, আইনুন্নাহার,শিক্ষক শামসুল আলম, সংস্কৃতিকর্মী শুভ্র চক্রবর্তী ও ইয়ুথ লিডার জাকিয়া সুলতানা। এছাড়াও কমিটির বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তা। বক্তারা বলেন যে, বাল্য বিবাহ আর নারীর প্রতি সহিংসতা আমাদের রাষ্ট্রের উন্নয়নে এক চরম বাঁধা। তাই এই বাঁধা অতিক্রম করে নারীদের সাম অংশীদারিত্ব নিশ্চিত করতে হলে নারীর অগ্রযাত্রা ব্যাহতকারী সকল জঞ্জাল পরিস্কার করে একটি প্রকৃত বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠন করতে হবে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটিগুলোতে নারীদের কার্যকর অংশগ্রহণ বৃদ্ধি করে এগুলোকে সক্রিয়করনের মধ্য দিয়ে ব্যবস্থা গ্রহণের দাবীও জানিয়েছেন নারী নেত্রীসহ কমিটির সকল সদস্য। সভায় বিএনপিএস এর উপপরিচালক নাসরিন বেগম ও জিএনডব্লিউপি এর বাংলাদেশ প্রতিনিধি ফাহিমা আক্তার অনলাইনে যুক্ত হয়ে আলোচনা শুনে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ প্রদান করেন।
Leave a Reply