বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ অনশন কর্মসূচি পালন করেন নাদিমের পরিবার ও জেলার কর্মরত সাংবাদিকরা।
পরে জেলা প্রশাসকের পক্ষ থেকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অনশন কর্মসূচি প্রত্যাহার করেন।
এসময় জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা,সাধারণ সম্পাদক লুৎফর রহমান, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল লোমান, ক্রীড়া সম্পাদক ইয়ামিন মিয়াসহ কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। পরদিন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
Leave a Reply