1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বাগাতিপাড়ায় শতাধিক স্থানে সরস্বতীপূজা উদযাপিত - দৈনিক আমার সময়

বাগাতিপাড়ায় শতাধিক স্থানে সরস্বতীপূজা উদযাপিত

রিয়াজুল ইসলাম রিয়াজ,নাটোর :
    প্রকাশিত : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

নাটোরের বাগাতিপাড়ায় শতাধিক স্থানে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান সরস্বতীপূজা উদযাপিত হয়েছে। জ্ঞান বিষয়ে বিশেষ কৃপা লাভের আশায় রবিবার সকাল ১১টা থেকে সোমবার সকাল ১১টা পর্যন্ত (দিনব্যাপী) উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ পাড়া, মহল্লা ও বাড়িতে-বাড়িতে বিদ্যার দেবী হিসেবে পরিচিত সরস্বতী পূজা করা হয়েছে।

 মাড়িয়া হিন্দু সংঘের আয়োজনে এ উপলক্ষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ,আরতি, উলু ধ্বনি, শঙ্খ ধ্বনি, সাধারণ জ্ঞান ও প্রদীপ প্রজ্জলন প্রতিযোগীতা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা পূজা উদযাপন কমিটির আহŸায়ক পূলক কুমার রায়।

উপজেলার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন- উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম।

তিনি জানান, উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা এ পূজা উদযাপন করেছে। বাগাতিপাড়ায় আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতীপূজা উদ্যাপন করায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com