1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বাকৃবি ভেটেরিনারি অনুষদ কর্তৃক বিশ্ব দুগ্ধ দিবস পালিত - দৈনিক আমার সময়

বাকৃবি ভেটেরিনারি অনুষদ কর্তৃক বিশ্ব দুগ্ধ দিবস পালিত

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ :
    প্রকাশিত : সোমবার, ২ জুন, ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ কর্তৃক নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস- ২০২৫ উদযাপিত হয়েছে।

রোববার (১জুন ) সকাল ১০টায় এ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয় ও দারুল কুরআন একাডেমিতে ছাত্র-ছাত্রীদের মাঝে প্যাকেটজাত দুগ্ধ বিতরণ করা হয়। দিবসটি পালন উপলক্ষে সকাল ১১টায় ভেটেরিনারি অনুষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের  বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে এবং পরবর্তীতে মেডিসিন বিভাগের কনফারেন্স হলে সেমিনার অনুষ্ঠিত হয়। ভেটেরিনারি অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. ফরিদা ইয়াসমিন বারি এর সভাপতিত্বে এবং প্রফেসর ড. মো: ইলিয়াছুর রহমান ভূইঁয়া এর সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: মোহাম্মদ আব্দুল লতিফ এজিএম, ব্রিড ডেভেলপমেন্ট ও বুল স্টেশন ব্র‍্যাক এআই এন্টারপ্রাইজ, ঢাকা। এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: মকবুল হোসেন, প্রফেসর ড. মোশাররফ উদ্দীন ভুইয়া, প্রফেসর ড. মো: মাহবুব আলম, প্রফেসর ড. আবু হাদী নুর আলী খান, প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীমসহ ভেটেরিনারি অনুষদের অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, পিএইচডি ও এম.এস. অধ্যয়ণরত ছাত্র-ছাত্রীবৃন্দ। ভেটেরিনারি অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. ফরিদা ইয়াসমিন বারি এর সভাপতিত্বে এবং প্রফেসর ড. মো: ইলিয়াছুর রহমান ভুইঁয়া এর এর সঞ্চালনায় উক্ত সেমিনারে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ আয়োজন কমিটির আহবায়ক প্রফেসর ড. মো: মোশাররফ উদ্দীন ভূঞা  এবং মুল প্রবন্ধ উপস্থাপন করেন মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের প্রফেসর ড. মোছা: মিনারা খাতুন। ছাত্র-ছাত্রীদের পক্ষে একজন ছাত্র বক্তব্য প্রদান করেন। আয়োজক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহা: ইলিয়াছুর রহমান ভুইঁয়া ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সভাপতি প্রফেসর ড. ফরিদা ইয়াসমিন বারি সমাপনী বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য, বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫  উপলক্ষে ২৯ মে ২০২৫, বৃহস্পতিবার বিকাল ৩ থেকে ৫টায় ভেটেরিনারি অনুষদে পোষ্টার প্রেজেন্টেশন ও মূল্যায়ন অনুষ্ঠিত হয়। এতে ১৫টি টিমের মাধ্যমে ৫৩ জন ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহণ করেন এবং বিজয়ী ৩টি টিমের ছাত্র-ছাত্রীদের মাঝে ১ জুন পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য দিবসটি পালনে এবার মূল প্রতিপাদ্য ছিলো ‘লেটস সেলিব্রেট দ্য পাওয়ার অব ডেয়রি ‘।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com