1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বাংলাদেশ ২৫ লক্ষ হাফেজে কোরআনের দেশ - দৈনিক আমার সময়

বাংলাদেশ ২৫ লক্ষ হাফেজে কোরআনের দেশ

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার
    প্রকাশিত : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
২৫ লক্ষ হাফেজে কোরআনের দেশ বাংলাদেশ। দেশে এমন একটি পরিবারও রয়েছে যেখানে ৬৩ জন সম্মানিত হাফেজে কুরআন আছেন। হাফেজরা পরিবার ও এলাকার জন্য আদর্শবান ব্যক্তিত্ব। তাদের পিতা-মাতা অত্যন্ত সৌভাগ্যবান। আল্লাহ তাদের উচচ মর্যাদা দেবেন। কোরআন হিফজের বিনিময় স্বরুপ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। দশ অক্টোবর বিকেলে কক্সবাজারের ঈদগাঁওতে একটি মহিলা মাদ্রাসার অনুষ্ঠানে ইসলামী আলোচকরা উপরোক্ত সুখবর জানান। মাদ্রাসাতুল হেদায়াহ ঈদগাহ মহিলা হিফজ মাদ্রাসা অভ্যন্তরে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘সবিনা ও হিজাব প্রদান অনুষ্ঠান- ১৪৪৫ হিজরী’। অত্র প্রতিষ্ঠানের হাবিবা জান্নাত তাহিয়্যার সফল হিফজ সমাপ্তি উপলক্ষে হিজাব প্রদানের  এ অনুষ্ঠানের আয়োজন করে। শুরুতে মেহমানদের স্বাগত জানিয়ে এ দ্বীনি প্রতিষ্ঠানের পাশে থাকার আহ্বান জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আমিনুর রশিদ। দ্বীনি ও প্রচলিত শিক্ষার সমন্বয়ে ব্যতিক্রমধর্মী এ প্রতিষ্ঠান আয়োজিত সবিনা অনুষ্ঠানে প্রধান অতিথির নসিহত পেশ করেন গোমাতলী হোসাইনিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা ইমাম জাফর। দেশ-বিদেশে হাফেজে কোরআনদের পরিসংখ্যান ও অবস্থান নিয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন মাদ্রাসাতুল কুরআন কক্সবাজার এর পরিচালক অ্যাডভোকেট মাওলানা রিদওয়ানুল করিম। ইসলামী ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা বদরুদ্দোজা, ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল করিম, অভিভাবক ঈদগড়ের মাওলানা মনিরুল আলম, হাফেজার নানা ইসলামপুর নিবাসী আজিজুল হক প্রমুখ। ২০১৯ সালে স্থাপিত এ মাদ্রাসাটি দ্বিতীয়বারের মত এ সাফল্য উদযাপন করে। এসময় বিদায়ী আত্মীয়-স্বজন ও প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com