তিনি বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে যথাযথ ভ্যাট প্রদান করতে হবে। এবারের ভ্যাট দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘ভ্যাট দেব জনে জনে, অংশ নেব উন্নয়নে’। এ স্লোগানে মূলত ভ্যাট প্রদানে জনগণের ব্যাপকভিত্তিক অংশগ্রহণ ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের অবদানের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
অনুষ্ঠানে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ঢাকা উত্তরের যুগ্ম কমিশনার মোহাম্মদ ছালাউদ্দিন রিপনের সভাপতিত্বে ও সহকারী রাজস্ব কর্মকর্তা এইচ.এম সাব্বির আহমেদের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপ কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা সাইদুল আলম।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফয়েজ আহম্মেদ, কর অঞ্চল ময়মনসিংহের কর কমিশনার অঞ্জন কুমার সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর ও নেত্রকোণা থেকে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ব্যক্তি-প্রতিষ্ঠান , বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ প্রমূখ।
Leave a Reply