বাংলাদেশের খেলাফত আন্দোলন নরসিংদী জেলার উদ্যোগ ইসলালী রাষ্ট্রের প্রয়োজনীয়তা সুফল শীর্ষক আলোচনা সভা ও জেলা সম্মেলন গতকাল ২১শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বিকেলে নরসিংদী জেলা প্রেসক্লাব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন, মুফতি মোশাররফ হোসাইন রায়পুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবউল্লাহ মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান চাঁদপুরী, বাংলাদেশ ইসলামী ডেমোক্রেটিক ফোরামের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্মসচিব আতিকুর রহমান নান্নু মুন্সি, বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রচার সম্পাদখ মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, বাংলাদেশ খেলাফত আন্দোলন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মুফাসসির হোসাইন, এ সময় প্রধান অতিথি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী নরসিংদী জেলার বাংলাদেশ খেলাফত আন্দোলনের নবগঠিত জেলা কমিটি ঘোষণা করেন। উক্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করিবেন মুফতি মোশারফ হোসাইন রায়পুরী, সাধারণ সম্পাদক মাওলানা খাইরুল ইসলাম ফরাজী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন ভাওয়ালি। অনুষ্ঠানে জেলার প্রত্যেকটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply