নানা চড়াই-উতরায়ের মধ্যেদিয়ে দৈনিক কালবেলা পত্রিকার ২য় বর্ষ পার করে ৩য় বর্ষে পদার্পণে বর্ণিল আয়োজনে জামালপুরে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে জেলার ইসলামপুর উপজেলা প্রতিনিধি এনামুল হকের আয়োজনে রকিব মার্কেটের সভাকক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল লোমানের সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহিম, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি ফিরোজ খাঁন , বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, বিশিষ্ট শিক্ষাবিদ মনিরুজ্জামান বাংলাদেশী, দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লায়ন,দৈনিক জনকণ্ঠের উপজেলা প্রতিনিধ এনামুর ইসলাম রাকিব,মাই টিভি উপজেলা প্রতিনিধি মাঈনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন জেলা প্রতিনিধি রুবেল সহ অনেকেই বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দৈনিক কালবেলা পত্রিকা স্বল্প সময়ের মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দেশে ও বিদেশে পাঠক নন্দিত হয়েছে। যখন মানুষ পত্রিকা পড়ায় বিমুখ হয়ে পড়েছিল তখন দৈনিক কালবেলা নতুন নতুন খবর নিয়ে পাঠকদের আকৃষ্ট করে যাচ্ছে। সংবাদে কালবেলা বেশ এগিয়ে । তারা দৈনিক কালবেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,ইসলামপুর সহকারী ভুমি কর্মকর্তা নায়েব জাহিদ ,অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সৈয়দ জামাল মিয়া,সমাজ সেবা অফিসার আরিফুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুনুর রশিদ, সহ অনেকে।
আলোচনা শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
Leave a Reply