বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের রক্তের প্লাটিলেট আলাদাকরন (এফেরেসিস) মেশিন চালু করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার হাসপাতালের রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে প্রথমবারের মতো এ মেশিন চালু করা হয়েছে। বেলা ১১টায় মেশিন উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম। এ মেশিন চালু হওয়ায় ডেঙ্গু ছাড়াও ক্যান্সার, থেলাসেমিয়া ও আইটিপি রোগীরাও সেবা নিতে পারবে। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, ইতোপূর্বে এই হাসপাতাল সহ দক্ষিণাঞ্চলের কোন হাসপাতালেই রক্তের প্লাটিলেট আলাদাকরণ (এফেরেসিস) যন্ত্র ছিলো না। ডেঙ্গু, ক্যান্সার, থেলাসেমিয়া ও আইটিপি রোগীদের রক্ত থেকে প্লাটিলেট আলাদা করে গ্রহনের প্রয়োজন হয়। এই যন্ত্রের অভাবে রোগীদের রাজধানীতে পাঠানো হতো। এখন আর কোন রোগীকে রাজধানীতে যেতে হবে না। পরিচালক আরো বলেন, সাম্প্রতি সেন্ট্রাল মেডিকেল স্টোর থেকে যন্ত্রটি সরবরাহ করা হয়েছে। শেবাচিম হাসপাতালের রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে কার্যক্রম শুরু করা হয়েছে। মেশিনটির সাথে স্বল্প পরিমানের প্লাটিলেট সেপারেশন কিটসও সরবরাহ করা হয়েছে। স্বল্প খরচে রক্তের প্লাটিলেট আলাদা করে তা গ্রহন করতে পারবেন রোগীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্ত পরিসংঞ্চলন কেন্দ্রের দায়িত্বে থাকা সিনিয়র মেডিকেল স্টোর অফিসার ডা. নুরুন্নবী চৌধুরী তুহিন। ডা. নূরুন্নবী চৌধুরী তুহিন জানান, এফেরেসিস যন্ত্রের পাশাপাশি প্লাটিলেট ইনকিউবেটর ও একটি ফ্রিজ সরবরাহ করা হয়েছে। এফেরেসিস থেকে পাওয়া রক্ত ৪ থেকে ৫ দিন সংরক্ষিত রাখা যাবে। ফ্রিজে কমপক্ষে ৮৪টি রক্তের ব্যাগ সংরক্ষিত রাখা যাবে। এ সময় আরো উপস্থিত ছিলেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইমরুল কায়েস, সার্জারী বহি. বিভাগের আবাসিক সার্জন ও আউটডোর চিকিৎসক এসোসিয়েশন’র সভাপতি ডা. সৌরভ সুতার, নাক কান গলা বহি. বিভাগের আবাসিক সার্জন ডা. চিরঞ্জিত সিনহা পলাশ ও ডা. মোস্তফা কামাল প্রমুখ।
Leave a Reply