মোটর সাইকেল আটক করায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হামলায় সার্জেন্টসহ ট্রাফিক পুলিশ আহত হয়েছে। মঙ্গলবার ৫ সেপ্টেম্বর রাত ৮ টার দিকে বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে। হামলায় বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের সার্জেন্ট মনিরুল হাসান ও কনস্টেবল মোস্তফা আহত হয়েছেন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী শরীফ, আলভীর ও সোহাগকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের টিআই আবদুর রহিম। তিনি বলেন, গাড়ীর কাগজপত্র না থাকায় গাড়ীটি আটক করেন দায়িত্বরত সার্জেন্ট মনিরুল হাসান। হামলার শিকার সার্জেন্ট মনিরুল হাসান জানান, হেলমেট ও কাগজপত্র বিহীন মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় আটক করা হয়। এ সময় তারা হুমকি দিয়ে চলে যায়। কিছুক্ষন পরে ২ জন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরচিয় দিয়ে ফোন করে বিশ্ববিদ্যালয়ের আরো ১৫ থেকে ২০ জনকে খবর দিয়ে ডেকে আনেন। তারা এসে অতর্কিতভাবে সার্জেন্ট মনিরুল হাসান ও কনস্টেবল মোস্তফার উপর হামলা চালায়। এক পর্যায় ওয়্যারলেস কেড়ে নিয়ে কনস্টেবল মোস্তফার মাথায় মারাত্মক আঘাত করেন তারা। তারা বডি ক্যামেরা ও ওয়ারলেস সেট ছিনিয়ে নিয়ে যায়। এ সময় অন্য পুলিশ সদস্যরা এসে তাদের উদ্ধার করে। একজন বিশেষ শাখার এসআই ক্যামেরা ও ওয়ারলেস সেট উদ্ধার করেছে। সার্জেন্ট মনিরুল জানিয়েছেন, এ ঘটনায় মামলা করা হবে। কনস্টেবল মোস্তফার অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৯টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। এতে করে সাধারন যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।
Leave a Reply