বরিশাল বিভাগীয় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে বিভাগীয় সমাজসেবা অধিদফতরের আয়োজনে সমাজসেবা অধিদফতরাধীন বরিশাল বিভাগীয় সরকারি শিশু পরিবার ও অন্যান্য প্রতিষ্ঠান সমূহের বিভাগীয় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, জেলা আ’লীগের সাধারন এ্যাড. তালুকদার মোঃ ইউনুস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা বিভাগীয় কার্যালয় পরিচালক শহিদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় উপ-পরিচালক একেএম আখতারুজ্জামান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক প্রমূখ।
Leave a Reply