বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। এ সময় জেলার সকল অফিসের নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ দিয়ে জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেছেন সরকারি অফিসের আশে পাশে সন্দেহভাজন কাউকে দেখলে পুলিশকে খবর দিতে হবে। তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী দায়িত্ব পালন করবে। তার সাথে নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা-কর্মচারী নির্বাচনের দায়িত্ব পালনসহ অন্যান্য কাজে সহযোগিতা করবেন। সভায় সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান জানান, কালাজ্বর নির্মূলে বাংলাদেশ বিশ্বে প্রথম স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশই বিশ্বের একমাত্র দেশ যারা প্রথম কালাজ্বর নির্মূল করতে সক্ষম হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ খালেদ বিন অলীদ জানান, বরিশাল নগরের সাতটি খালের খননসহ উন্নয়ন কাজ আগামী সপ্তাহে শুরু হবে। সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল জানান, আগামী শিক্ষা বছরের জন্য সন্তোষজনক বই পাওয়া গেছে যা চাহিদার প্রায় ৯৪ শতাংশ। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই ও সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান সহ বিভিন্ন দপ্তর প্রধানরা।
Leave a Reply