‘ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে বরিশাল শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমিতে ২৬ অক্টোবর শনিবার সকালে ৫১তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী বলেন সুস্থ দেহ ও মন কাজের প্রতি আগ্রহ এবং কাজের গতি বাড়ায়। আর দেহ ও মনকে সুস্থ রাখার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলার মাধ্যমে একজন মানুষ শারীরিক ও মানসিক সুস্থতা লাভের পাশাপাশি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণ অর্জন করে। ইন্টারনেট যুগে লেখা পড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। তিনি আরো বলেন খেলাধুলায় হার-জিত থাকবে। যারা বিচারক থাকবেন তাদের সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। বরিশালের আইনশৃঙ্খলা বাহিনী যাতে বিভিন্ন বিভাগ থেকে আসা শিক্ষার্থীদের যাতে কোন কষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানান অনুষ্ঠানের সভাপতি বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস আলী সিদ্দকী। উল্লেখ্য, সারা দেশের চারটি অঞ্চলে এই প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা নিয়ে বকুল অঞ্চল, খুলনা ও বরিশাল নিয়ে গোলাপ অঞ্চল, ঢাকা ও ময়মনসিংহ নিয়ে পদ্ম অঞ্চল, রাজশাহী ও রংপুর নিয়ে চাঁপা অঞ্চল গঠিত। সকল ইভেন্টে (দাবা, কাবাডি ও সাঁতার) সর্বমোট প্রতিযোগী ২৭২ জন, ছাত্র ১৩৬ ও ছাত্রী ১৩৬ জন। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশাল মেট্রাপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক, জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ বেলায়েত হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন, শিক্ষা বোর্ড সচিব প্রফেসর সোমনাথ মন্ডল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ) প্রফেসর প্রিম রেজভী প্রমূখ।
Leave a Reply