বরিশাল সদর উপজেলার স্কুল মিল্ক ফিডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর বুধবার প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বরিশাল সদরের বাস্তবায়নে উত্তর কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বিশ্বাস ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা প্রমূখ। অতিথিরা শুরুতে স্কুল মিল্ক ফিডিং প্রকল্পের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। পরে প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ খাইয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন। ২ বছর ২শত মিলি করে ২২১ জন শিক্ষার্থীদের দুধ খাওয়ানো হবে।
Leave a Reply