বরিশালের বাবুগঞ্জে স্কুলছাত্র চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম আসামীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ এর সদস্যরা। র্যাব-৮ এর অভিযানে আসামী মোঃ সাগর খন্দকারকে বরিশালের বাবুগঞ্জের পশ্চিম রহমতপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ সাগর খন্দকার (২৮) বাবুগঞ্জ উপজেলার উত্তর দেহেরগতি এলাকার হাকিম খন্দকারের ছেলে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বরিশাল র্যাব-৮ এর মিডিয়া সেল। তিনি রাব্বি হত্যা মামলার ৪ নম্বর এজাহারভুক্ত আসামী। এ নিয়ে রাব্বি হত্যা মামলার এজাহারভুক্ত ৪ আসামীর মধ্যে ২ জন গ্রেপ্তার হয়েছে। বাকি ১ এবং ২ নম্বর এজাহারভুক্ত আসামী আত্মগোপনে রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব-৮। এর আগে শনিবার সকালে রাব্বি হত্যা মামলার আসামীদের গ্রেপ্তার দাবিতে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজের ওপর মানববন্ধন, সড়ক অবরোধ, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে এলাকাবাসী। প্রায় ঘণ্টাব্যাপি অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সাথে কথা বলে। এর মধ্যেই বিকেল সাড়ে ৫টার দিকে ৪ নম্বর এজাহারভুক্ত আসামীকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এ ঘটনার দিন বিকেলে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানায় নিহতের বড় ভাই সাব্বির রহমান বাদী হয়ে বিএমপির এয়ারপোর্ট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় উপজেলার বকশির চর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে সেন্টু হাওলাদার (৪৭), পূর্ব রহমতপুর গ্রামের মৃত আব্দুল আজিজ খানের ছেলে রেজাউল খান (২৮), একই গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে সাকিব (২৭) ও হাকিম খন্দকারের ছেলে সাগর খন্দকার (২৮) এবং অজ্ঞাতনামা আরো ৮ জনকে আসামী করা হয়। উক্ত ঘটনাটি র্যাব-৮ বরিশালের নজরে আসলে হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং ছায়াতদন্ত করে আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামী সাগরকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply