1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
বরিশালে সাংবাদিকদের উপর চিকিৎসকদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ - দৈনিক আমার সময়

বরিশালে সাংবাদিকদের উপর চিকিৎসকদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩

 

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে ছাত্রী র‌্যাগিংয়ের খবর সংগ্রহকালে সাত সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িত দুই চিকিৎসকের বহিষ্কার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন সাংবাদিকরা। ৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় নগরীর সদর রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করা হয়। বরিশালে সাংবাদিক নির্যাতনের ঘটনায় বিচার দাবিতে জড়িতদের নামের তালিকা স্বাস্থ্যমন্ত্রীসহ স্থানীয় সব দপ্তরে পাঠানোর ঘোষণা দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কেন্দ্রীয় নেতারা। বরিশাল সাংবাদিক ইউনিয়নের সভাপতি স্বপন খোন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএফইউজে এর সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, সহ-সভাপতি আফরোজা আক্তার পিউ, যুগ্ম-মহাসচিব হেদায়েত হোসেন মোল্লা, নির্বাহী সদস্য নূরে জান্নাত সীমা ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, চারুকলার সংগঠক এ্যাড. সুভাস দাস নিতাই, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, হামলার শিকার ফিরোজ মোস্তফাসহ বরিশালের সাংবাদিকরা। বিএফইউজে সভাপতি ওমর ফারুক বলেন, স্বনামধন্য চিকিৎসকদের মধ্যে দুর্বৃত্তরা ঢুকে পড়েছে। এ জন্য চিকিৎসকদের প্রতি সাধারণ মানুষের আস্থা কমে যাওয়ায় তারা বিদেশমুখী হচ্ছে। এই দুর্বৃত্তরাই ছাত্রী র‌্যাগিংয়ের ঘটনা আড়াল করতে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে। হামলার পর তদন্ত প্রতিবেদনের নামে সময়ক্ষেপণ করা হচ্ছে। আমরা অবিলম্বে বিচার দাবি করে জড়িত চিকিৎসকদের নামের তালিকা স্বাস্থ্যমন্ত্রী বরাবর পাঠাবো। স্থানীয় পর্যায়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনারসহ সব দপ্তরে প্রেরণ করবো। তিনি আরো বলেন, বিএফইউজের সদস্যদের উপর হামলা করে রেহাই পাওয়া যাবে না। তাই আমরা দাবি জানাচ্ছি, জড়িতদের অবিলম্বে কলেজ থেকে বহিষ্কার করা হোক। নয়তো কঠোর আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের অধিকার আদায় করা হবে। উলেখ্য, গত ২৭ আগস্ট ছাত্রী র‌্যাগিংয়ের খবর সংগ্রহকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে সাত সাংবাদিকের উপর হামলা চালান দুই চিকিৎসক ডা. প্রবীর কুমার সাহা ও ডা. সৈয়দ বাকি বিল্লাহসহ ইন্টানি ডাক্তাররা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com