বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ সফল করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল লঞ্চঘাট টার্মিনাল ভবনে নৌ-পুলিশের আয়োজন এই সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন বরিশাল সদর নৌ-থানার ওসি আবদুল জলিল। সভায় প্রধান অতিথি ছিলেন নৌ-পুলিশ হেডকোয়ার্টারস এর ডিআইজি মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা মৎস কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল নৌ-পুলিশ সুপার কফিল উদ্দিন। সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির, মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস, সহকারী পুলিশ সুপার আঃ রাজ্জাক সহ সকল জেলেরা। সভায় নৌ-পুলিশের ডিআইজি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর এই ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ থাকবে। তার সুফল জেলেরাই পাবেন। তাই সরকার নির্ধারিত সময়ে আপনারা নদীতে কেউ জাল ফেলবো না এই হোক আমাদের অঙ্গিকার। তিনি আরো বলেন, এই ২২ দিন মা ইলিশ আহরণ, বিক্রি-ক্রয়ের সাথে যাদেরকে পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। তাই সরকার নির্ধারিত এই সময়ে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি। বরিশাল নৌ-পুলিশ সুপার মোঃ কফিল উদ্দিন বলেন, আমরা যদি এই ২২ দিন মা ইলিশ না ধরি তাহলে সামনের এক বছর মনের খুশিতে ইলিশ খেতে পারবো। তাই জেলেদের একটু কষ্ট হলেও যেন আইন অমান্য না করি। সভায় তিনি সকল জেলেদের নিষেধাজ্ঞা সম্পর্কে বিভিন্ন উপদেশ ও পরামর্শ দেন।
Leave a Reply