বরিশালে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলায় ৩০ জন অসহায় মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। ৪ অক্টোবর সোমবার সকালে বরিশাল সদর উপজেলা পরিষদের সভা কক্ষে এ শিক্ষাবৃত্তি বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান। এ সময় প্রধান অতিথি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন অসহায় মেধাবী শিক্ষার্থীকে নগদ ৪ হাজার টাকা ও ১ হাজার টাকার শিক্ষা উপকরণসহ মোট ৫ হাজার টাকা করে ১ লক্ষ ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি তুলে দেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার বলেন, বিদ্যানন্দ দীর্ঘ দিন যাবত বিভিন্ন কল্যাণমূলক কাজ করে আসছে। শিক্ষাবৃত্তি প্রদান খুবই ভাল একটা উদ্যোগ। বরিশাল সদরের শিক্ষার্থীদের এর আওতায় নিয়ে আসায় বিদ্যানন্দকে ধন্যবাদ জানান তিনি। বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রজেক্ট সুপারভাইজার রানা আহমেদ জানান, প্রান্তিক পর্যায়ে শিক্ষার প্রসার ঘটাতে সারা বছরই আমরা এই শিক্ষাবৃত্তি প্রদান করে থাকি। বিশেষ করে নারী শিক্ষার প্রসারে আমরা কাজ করে যাচ্ছি।
Leave a Reply