বরিশালে বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১ জুন রবিবার সকালে জেলা সমাজসেবা কার্যালয়ে আয়োজনে ও বাস্তবায়নে নগরীর রুপাতলীতে সমাজসেবা কমপ্লেক্সে এর সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা কাযালয় বিভাগীয় পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ কে এম আখতারুজ্জামান তালুকদার, সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ ও জাবির আহমেদ। সেমিনারে আরো উপস্থিত ছিলেন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে কামার, কুমার, নাপিত, বাঁশ-বেত পণ্য, কাঁশা-পিতল সামগ্রী, মুচি, বাদ্যযন্ত্র, নকশী কাঁথা, লোকজযন্ত্র, শিতলপাটি ও শতরঞ্জী তৈরীর সাথে জড়িত পেশার প্রতিনিধিরা সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সেমিনারে আলোচকরা কিভাবে দেশের বাজারে এসব পণ্যর বিক্রি বাড়ে ও পেশার সাথে জড়িতরা আর্থিকভাবে স্বাবলম্বী হয় তা নিয়ে আলোচনা করেন।
Leave a Reply