বরিশালে নৌ পুলিশের অভিযানে মা ইলিশ শিকারে দায়ে কারেন্ট জাল সহ ৮৯ জনকে আটক করা হয়েছে। বুধবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল অঞ্চলের নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির। তিনি জানান, ১৭ অক্টোবর সকাল থেকে ১৮ অক্টোবর সকাল পর্যন্ত বরিশালের কীর্তনখোলা, কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়া সহ বিভিন্ন নদীতে নৌ পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় নৌ-পুলিশের বিভিন্ন ইউনিট পৃথক অভিযান চালিয়ে নদীতে পাতানো অবস্থায় বিপুল পরিমান কারেন্ট জাল সহ ৮৯ জনকে আটক করে। নৌ পুলিশ সুপার কফিল উদ্দিনের নির্দেশে নৌ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এ অভিযান পরিচালনা করে। বরিশাল অঞ্চলের নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, মা ইলিশ শিকার বন্ধের অভিযানে বরিশালের বিভিন্ন নদীতে নৌ পুলিশ পৃথক অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমান কারেন্ট জাল সহ মোট ৮৯ জনকে আটক করা হয়। এ সময় ১৫টি নিয়মিত মামলা সহ ১৬টি নৌযান আটক ও ২৯টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। নির্বাহী হাকিমের আদালতে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং ১১ জনকে অর্থদন্ড করা হয়। এদের মধ্যে ১৩ জনকে ১ বছর করে কারাদন্ড, ৩ জনকে ১ মাস করে কারাদন্ড, ১ জনকে ২১ দিনের ও ১ জনকে ১৬ দিনের কারাদন্ড দেওয়া হয়। এছাড়াও ১১ জনকে ২২ হাজার ৬০০ টাকা অর্থদন্ড করা হয়। পরবর্তীতে সদর উপজেলা নির্বাহী অফিসারের অনুমতি নিয়ে অবৈধ কারেন্ট জাল গুলো পুড়িয়ে ফেলা হয়েছে। বরিশাল নৌ পুলিশের মা ইলিশ সংক্ষরণ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Leave a Reply