1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে তিন জেলের কারাদণ্ড - দৈনিক আমার সময়

বরিশালে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারে তিন জেলের কারাদণ্ড

বরিশাল প্রতিনিধি 
    প্রকাশিত : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩
বরিশালের কীর্তনখোলা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ৩ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলায় তাদের কারাদণ্ড দেওয়া হয়। শুক্রবার রাত ১২টায় বরিশাল সদর উপজেলার নির্বাহী অফিসার মনিরুজ্জামান এ কারাদণ্ড প্রদান করেন। কারাদন্ড প্রাপ্ত জেলেরা হলেন, সদর উপজেলার চরকাউয়া এলাকার মানিক মজুমদারের ছেলে আরাফাত মজুমদার (২৬), কাউনিয়া থানার চুরামন এলাকার মোতাহার মৃধার ছেলে রুবেল মৃধা (৩০) ও রহমান মৃধার ছেলে আজিজুল মৃধা (২৭)। সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষা অভিযানের দ্বিতীয় দিনে বরিশালের কীর্তনখোলা নদীতে উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় নদী থেকে ৬ জেলেকে হাতে নাতে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ জেলেকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ৩ জনের বয়স কম হওয়ায় তাদের পরিবারের লোকজন ডেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। এছাড়া তাদের কাছ থেকে উদ্ধার জালগুলো জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে। বরিশাল অঞ্চলের নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন জানান, নদীতে নিরাপত্তা নিশ্চিত করতে নিষেধাজ্ঞা ২২ দিন নৌ-পুলিশ তাদের দায়িত্ব পালন করবে। এ অঞ্চলে নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মা ইলিশ শিকার করতে পারবে না বলে আশা করছি। এর মধ্য দিয়ে ইলিশের উৎপাদন আরো বৃদ্ধি পাবে। মৎস্য কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস জানান, বিভাগ, জেলা ও উপজেলা মৎস্য অফিসের পাশাপাশি নৌ-পুলিশ, র‌্যাব, জেলা পুলিশ, কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ২২ দিনের এই নিষেধাজ্ঞায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করবে। এই প্রজনন মৌসুমে ইলিশ মাছ নিরাপদে ডিম পারবে যা আগামীতে দেশে ইলিশের উৎপাদন আরো বাড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com