1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
বরিশালে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা - দৈনিক আমার সময়

বরিশালে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
বরিশালে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নগরীতে লিফলেট বিতরণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ‘ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার’। এ বছর ভিন্ন আঙ্গিকে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৪। এ বছর সরকারি নির্দেশনা ছিলো পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করতে হবে সচেতনতামূলক এ সভা। এরই ধারাবাহিকতায় প্রথম দিনে নগরীর আমতলা মোড় এআরএস মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে সকাল সাড়ে ১০টায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সদস্য সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিএ সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাস। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ বেলায়েত হোসন, অতিরিক্ত জেলা প্রশাসক সুফল চন্দ্র গোলদার, বরিশাল সড়ক ও জনপদ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম, হাইওয়ে পুলিশের গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন, নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সদস্য জুবায়ের ইসলাম চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, সিটি কর্পোরেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন জাতীয় নিরাপদ সড়ক বিনির্মানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। চালক, যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে পারলেই এই দিবস উদযাপন সফল হবে। তিনি আরো বলেন সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সড়ক বৃদ্ধিকরণ, চালকদের উন্নত প্রশিক্ষণসহ জনসাধারণের মাঝে সচেতনতা মূলক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করি আগামীতে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা রোধসহ মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com