বরিশালে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। সভায় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান, বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেনসহ জেলা কমিটির সদস্য বৃন্দ। সভার শুরুতে উন্মুক্ত আলোচনা হয়। পরে জেলা প্রশাসক শহিদুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে আমাদের করনীয় বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।
Leave a Reply