বরিশালে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নাগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। এ বছরের স্লোগান ছিল ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল স্থানীয় সরকারের উপ-পরিচালক গৌতম বাড়ৈ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির প্রমুখ। শুরুতে বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শহিদুল ইসলাম। শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।
Leave a Reply