বরিশালে কোস্টগার্ডের অভিযানে ২৫ লক্ষ পিস চিংড়ি রেণুপোনাসহ এক পাচারকারীকে আটক করা হযেছে। সোমবার ৮ মে ভোরে বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেতু এলাকায় অভিযান চালিয়ে ২৫ লক্ষ চিংড়ি রেণুসহ ঐ ট্রাক চালককে আটক করা হয়। রেণুপোনা পাচারকারী চালক আল মামুন (২৮) পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার হাকিমপুর গ্রামের বাসিন্দা। কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল জানান, কোস্ট গার্ড দক্ষিণ জোনের বরিশাল স্টেশনের একটি দল রবিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর শহীদ আব্দুর রব সেতু এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পটুয়াখালী থেকে বাগেরহাটগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৬৪ ড্রাম ভর্তি ২৫ লক্ষ গলদা চিংড়ির রেণু জব্দ করা হয় এবং ট্রাক চালককে আটক করা হয়। পরে আটক ট্রাক চালককে বরিশাল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। নির্বাহী হাকিম চালককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৫ দিনের কারাদণ্ড দেন। জব্দকৃত ট্রাক ও চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে মৎস্য কর্মকর্তা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এর প্রতিনিধি’র উপস্থিতিতে জব্দকৃত চিংড়ি রেণুপোনা বরিশাল সদর উপজেলার ৮ নং চাঁদপুরা ইউনিয়নের গজনি দীঘিতে অবমুক্ত করা হয়।
Leave a Reply