বরিশালে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। শনিবার ৪ নভেম্বর সকালে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বরিশাল জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিভাগীয় পুলিশ হাসপাতালের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়। পরে জেলা পুলিশ লাইন্সের ড্রীলশেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কমিউনিটি পুলিশিং ডে এর উদ্বোধন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ জামিল হাসান। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ শহিদুল্লাহ, বরিশাল জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজওয়ান আহমেদ, বরিশাল রেঞ্জ ও জেলার উর্ধতন কর্মকর্তাগণ, জেলা ও বিভিন্ন থানার কমিউনিটি পুলিশিং ফোরামের নেত্রীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণির জনতা ও পুলিশ সদস্যগণ।
Leave a Reply