বরিশালে আসন্ন পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল সোমবার বিকাল ৩টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে পহেলা বৈশাখ ১৪৩২ সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (দক্ষিন) বেলাল হোসাইন, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ সহ আরো অনেকে। শুরুতে পহেলা বৈশাখ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে উন্মুক্ত আলোচনা করা হয়। পরে সংক্ষিপ্ত অতিথিরা পহেলা বৈশাখ উদযাপনের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন। আগামী ১৪ এপ্রিল সকাল ৯টায় জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। এছাড়াও জেলা প্রশাসনের আয়োজনে বেলস পার্কে ৭ দিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করা হবে।
Leave a Reply