বরিশালে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জুন মাসের ব্যাটালিয়ন আভিযানিক ও সাইবার অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই মঙ্গলবার মাল্টিপারপাস ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা। অধিনায়ক মোয়াজ্জেম হোসেন ভূঁঞা তাঁর বক্তব্যে ‘The Armed Police Battalions Ordinance, 1979’ এর সেকশন ৬ অনুযায়ী আভিযানিক সুযোগে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, সন্ত্রাসী গ্রেপ্তার, চোরাচালান প্রতিরোধে অভিযান, মানব পাচার প্রতিরোধে অভিযান পরিচালনাসহ সাইবার অপরাধ প্রতিরোধে কাজ করার নির্দেশ দেন। সভায় আরো বক্তব্য দেন ১০ এপিবিএনের উপ-অধিনায়ক (পুলিশ সুপার) মোল্লা আজাদ হোসেন। সভার সঞ্চালনা করেন সহকারী পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান চৌধুরী। সভায় উপ-অধিনায়ক উদ্ধারজনিত কাজ বৃদ্ধির নির্দেশ দেন। এ সময় আভিযানিক ও সাইবার অপরাধ সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্তি পুলিশ সুপার নাসরিন জাহান, ইন্সপেক্টর শাহ ফয়সাল আহমেদ সহ অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখা ও সাইবার অপরাধ সেলের অন্য পুলিশ সদস্যরা।
Leave a Reply