বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত :
সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। “আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় বাস্তবায়নে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসটি পালন করা হয়। শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বলেন প্রতি বছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণকে সচেতন করার জন্যই এ উদ্যোগ। ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। দুর্যোগপূর্ব সতর্ক সংকেত উদ্ভাবন এবং এর সহজপ্রাপ্যতা নিশ্চিত করতে হবে। আগামী প্রজন্মকে সক্ষম করে তোলার মাধ্যমে দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়তে হলে শিশু ও যুব সমাজকে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং। সভায় আরো উপস্থিত ছিলেন ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক শাহাবুদ্দিন মিঞা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ইমরান তরফদার, জেলা দুর্যোগ ও পুনর্বাসন কর্মকর্তা রনজিৎ কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবিব, ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক মোঃ বেলাল উদ্দিন সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। পরে অতিথিরা আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।
Leave a Reply