বরিশালে অসহায় স্কুল শিক্ষার্থী মিথিলার পাশে দাড়িয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। জেলা প্রশাসক অতি সম্প্রতি কারাগার পরিদর্শনে গিয়েছিলেন। তখন একটি মামলায় কারান্তরীন মিথিলার মা কণা বেগম কান্নাজড়িত কন্ঠে জেলা প্রশাসকের কাছে অসহায় মেয়ের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছিলেন। স্যার আমার মেয়ে মিথিলা সপ্তম শ্রেনীতে পড়াশুনা করছে। মেয়ের লেখাপড়ার জন্য কিছু একটা করুন স্যার। এ বিষয় জেলা সমাজসেবা কার্যালয়ে সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ জানিয়েছেন জেলা প্রশাসকের নির্দেশে তিনি মিথিলার খোঁজ-খবর নেওয়ার জন্য তার স্কুলে ছুটে যান। তার পড়াশুনা নিয়ে শিক্ষকদের সাথে কথা বলেছেন। ৬ নভেম্বর বুধবার সকালে মিথিলার সাথে জেলা প্রশাসক কথা বলেন। এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির মাধ্যমে মিথিলার পড়াশুনা সহায়তার জন্য জেলা প্রশাসক নগদ ৫ হাজার টাকা তুলে দিয়েছেন।
Leave a Reply