বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বরিশাল-পটুয়াখালী সড়কের বটতলা বাজার সংলগ্ন হতে একটি প্রাইভেটকার ভর্তি ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ ও বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।ফেন্সিডিলবাহী প্রাইভেটকার ফেলে মাদক ব্যবসায়ীরা পালিয়েছে। পরে পুলিশ ফেন্সিডিলসহ প্রাইভেটকার উদ্ধার করেছে জানিয়েছেন বাকেরগঞ্জ থানার ওসি মোঃ মাকসুদুর রহমান। তিনি জানান, মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল ফেন্সিডিলবাহী প্রাইভেট কার ধাওয়া করে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। ধাওয়া খেয়ে আরোহীরা রাস্তার পাশে প্রাইভেটকার রেখে পালিয়ে যায়। খবর পেয়ে তারা গিয়ে প্রাইভেটকার উদ্ধার করেন। এ সময় প্রাইভেটকার থেকে পাঁচ কার্টন ফেন্সিডিল উদ্ধার করেছেন। মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ে সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, তার নেতৃত্বে চার সদস্যর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তারা বাকেরগঞ্জ এলাকায় অবস্থান নেন। এ সময় তারা প্রাইভেটকার সিগন্যাল দিলে তারা পালিয়ে যায়। তখন দুই কনস্টেবল ধাওয়া করে প্রাইভেটকারের সামনে যায়। তখন প্রাইভেটকার দিয়ে তাদের গাড়িকে ধাক্কা দিয়ে খাঁদে ফেলে দেয়। এরপরে দ্রুত পালিয়ে যাওয়ার সময় প্রাইভেটকারও দুর্ঘটনায় পড়ে। তখন প্রাইভেটকারের অরোহীরা গাড়ী ফেলে পালিয়ে যায়। বাকেরগঞ্জ থানার ওসি জানান, বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হবে ।
Leave a Reply