বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বুখাইনগর মাধ্যমিক বিদ্যালয়ের ৫৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ সোমবার সকালে বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং বোর্ডের সভাপতি মোঃ নূরল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন। এ সময় প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন ও প্রতিযোগিতার উদ্বোধন করেন আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন। প্রধান অতিথির বক্তব্যে খান মামুন বলেন শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ও সৃজনশীল কাজে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার উপর গুরুত্বারোপ করেন। তথ্যপ্রযুক্তিতে জ্ঞান ও দক্ষতা অর্জন করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য শিক্ষার্থীদের উপদেশ দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড মোঃ জামাল উদ্দিন, বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় একক এবং দলগত অংশগ্রহণ ছাড়াও ছাত্র-ছাত্রীদের নজরকাড়া ডিসপ্লে প্রদর্শনী করা হয়। শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।
Leave a Reply